জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে: গয়েশ্বর
কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জনগণ এখনো তাদের ভোটের অধিকার ফিরে পায়নি। জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে আমরা বসে থাকব না। আমরা রাজপথে ছিলাম, আছি, থাকব।’’
তিনি বলেন, ‘‘জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে যদি আবার মাঠে নামতে হয় আমরা নামব।’’
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘‘আওয়ামী সন্ত্রাসীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকতে হবে। দেশ থেকে শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো নানা অপকর্ম করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।’’
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, দক্ষিণ থানা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোকাররম হোসেন সাজ্জাদ প্রমুখ।
ঢাকা/শিপন/রাজীব