জামায়াতের উদ্দেশে রিজভী
‘মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল’
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ক্রিকেটার ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে রিজভী বক্তব্য রাখেন
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জামায়াতে ইসলামীর নাম না উল্লেখ করে বলেন, ‘‘একটি ইসলামিক রাজনৈতিক দল নিজেদের একমাত্র দেশপ্রেমিক রাজনৈতিক দল ও সেনাবাহিনীকেই শুধু দেশপ্রেমিক বলে দাবি করে। স্বশস্ত্র বাহিনী সব সময় দেশপ্রেমের পরিচয় দিয়েছে। কিন্তু আপনারা নিজেদের যে দেশপ্রেমিক দাবি করেন; আপনাদের কাছে আমার প্রশ্ন, একাত্তরে মহান মুক্তিযুদ্ধে আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন কোন সেক্টরে যুদ্ধ করেছেন? কোন সেক্টর কমান্ডারের নেতৃত্বে যুদ্ধ করেছেন?’’
গত ২৩ ডিসেম্বর রংপুরের পাগলাপীরে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘‘দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী; আরেকটা জামায়াতে ইসলামী।’’
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় সিলেটের দক্ষিণ সুরমায় বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে রিজভী এ মন্তব্য করেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘পাঠ্যবইয়ে সংস্কার হয়েছে এটি প্রশংসারযোগ্য। কিন্তু পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকতে হবে।’’
‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও কাতার বিএনপির সভাপতি শরিফুল হক সাজুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘‘এখন শুনছি আগামী এক বছরে মধ্যে শুধু জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এম. ইলিয়াস আলীকে যারা গুম করেছেন, তাদের বিচার কি হবে না? যারা বিগত সাড়ে ১৫ বছরে গণতান্ত্রিক আন্দোলন চলাকালে মানুষকে হত্যা-নির্যাতন করেছেন, তাদের বিচার কি হবে না?’’
ঢাকা/নূর/বকুল