৫০ লাখ টাকা চাঁদা চাওয়া যুবদল নেতা বহিষ্কার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদাদাবির অভিযোগে আক্তারুজ্জামানকে পুলিশ গ্রেপ্তার করে
গাইবান্ধায় চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ফুলছড়ি উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান ওরফে আক্তার হোসেনকে (৪৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত চিঠিতে বহিষ্কারের তথ্য জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়, ‘‘চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আক্তারুজ্জামানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’
এতে আরো জানানো হয়, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল নেবে না। সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আক্তারুজ্জামানের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে আক্তারুজ্জামানকে বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এ ব্যাপারে ফুলছড়ি উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুকুল ইসলাম বলেন, ‘‘এর আগেও আক্তারুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজির মৌখিক অভিযোগ পেয়েছিলাম। এ সব বিষয়ে তাকে সতর্কও করে দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।’’ তিনি আরো বলেন, ‘‘দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তাকে ছাড় দেওয়া হবে না।’’
ফুলছড়ি উপজেলার কালির বাজার এলাকায় বিচারপতি খুরশিদ আলম সরকারের কাছে প্রথমে হোয়াটসঅ্যাপে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন আক্তারুজ্জামান। পরে সেই টাকা আনতে তিনি গাবগাছি হাউজে যান। সেসময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। পরে ফুলছড়ি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “শনিবার দুপুরে বিচারপতি খুরশিদ আলম সরকারের বাসভবন গাবগাছি হাউজের সামনে আক্তারুজ্জামান হাঁটাহাঁটি করছিলেন। প্রথমে হোয়াটসঅ্যাপে বিচারপতির ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। সেই টাকা আনতে তিনি গাবগাছি হাউজে যান। পরে স্থানীয়দের সহায়তায় আক্তারুজ্জামানকে আটক করে পুলিশে সোপর্দ করেন বিচারপতি। এর আগেও ২০২৪ সালের ৬ আগস্ট বিচারপতির হোয়াটসঅ্যাপের মাধ্যমে একই পরিমাণ চাঁদা দাবি করেন আক্তারুজ্জামান।’’
আক্তারুজ্জামান উপজেলার পারুলের চর (চর ফুলছড়ি) এলাকার মৃত মোগরোব আলীর ছেলে। তিনি ফুলছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
ঢাকা/মাসুম/বকুল