পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ভারতের ৩১ জেলে
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক ভারতের ৩১ জেলেকে পটুয়াখালী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের কাছে তাদের হস্তান্তর করা হয়। মুক্তি দেওয়া জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায়।
পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, ‘‘ভারত-বাংলাদেশ বন্দী বিনিময় চুক্তির আওতায় আটক জেলেদের মুক্তি দেওয়া হয়েছে। কোস্ট গার্ড সদস্যরা ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে তাদের ভারতের কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করবে।’’
এর আগে, গত ১৫ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরার অভিযোগে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়। এ সময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মণ সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
ঢাকা/ইমরান/রাজীব