নীলফামারীতে ঠান্ডায় জনজীবনে স্থবিরতা
নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নীলফামারী জেলায় তীব্র ঠান্ডায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। ঘন কুয়াশায় উত্তরাঞ্চলের এ জনপদ ঢাকা পড়েছে। দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সৈয়দপুর আবহাওয়া অফিস জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১২ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা যদি ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা এরচেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামলে হয় মাঝারি শৈত্যপ্রবাহ। আর ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। তবে শৈত্যপ্রবাহ হিসেবে ধরতে হলে এ তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিন দিন হতে হবে।
ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে বিমান ওঠা-নামায় বিঘ্ন হচ্ছে। ঘন-কুয়াশা ও হিমেল ঠান্ডায় মানুষ কাবু হয়ে পড়েছে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছে না।
তীব্র ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে নিম্ন আয়ের মানুষ দুর্বিপাকে পড়েছে। ছিন্নমূল মানুষজনের অবস্থা আরো করুণ। ঠান্ডার প্রকোপে শিশু ও বয়স্করা ঠান্ডাজনিত রোগ, ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। জেলা ও উপজেলার হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
রিকশাচালক ময়নুল হোসেন বলেন, ‘‘সকালে রিকশা নিয়ে বের হয়েছি কিন্তু শীতে রাস্তায় মানুষজন নেই। সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত মাত্র ১৮০ টাকা ভাড়া পেয়েছি। এ টাকা দিয়ে কীভাবে সংসার চলবে?’’
দিনমজুর জামাল হোসেন বলেন, ‘‘দুই দিন হতে কাজ নেই। কী করে চলবে জানি না। চাল-ডাল কিনব কোথা থেকে?’’
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, গত দুই দিন তাপমাত্রা কমে বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। আজ সকাল ৬টায় তাপমাত্রার পারদ নেমেছে ১২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াসে।
তাপমাত্রা আরও কমতে পারে বলে জানান তিনি।
ঢাকা/সিথুন/বকুল