নিখোঁজের ৬ দিন পর যুবকের মরদেহ উদ্ধার
সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঢাকার সাভারের আশুলিয়ায় নিখোঁজের ছয় দিন পর হৃদয় হোসেন (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে কবিরপুর বেতার কেন্দ্র এলাকা থেকে মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
হৃদয় হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুর থানাধীন মাধবপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। গত ২৮ ডিসেম্বর বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন হৃদয়।
পুলিশ জানিয়েছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যার পর তাকে মাটিচাপা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/সাব্বির/রাজীব