চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শনিবার শুরু
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
বন্দরনগরী চট্টগ্রামে সবুজ ও জলাশয়বেষ্টিত ফৌজদারহাট ডিসি পার্কে আগামী শনিবার (৪ জানুয়ারি) থেকে মাসব্যাপী ফুল উৎসব শুরু হচ্ছে। ১৩৬ প্রজাতির বহু ফুলের সমারোহে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন দেশীয় সাংস্কৃতির নানা আয়োজন। দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে ডিসি পার্ক সেজে উঠেছে। এবার প্রথম ডিসি পার্কে যুক্ত হয়েছে ভাসমান সুবিশাল ফুল বাগান।
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে সংবাদ ব্রিফিং-এ ফুল উৎসবের বিস্তারিত তুলে ধরেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। তিনি জানান, এবার চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজন করতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ ফুল উৎসব। ১৯৬ একর জায়গা জুড়ে নানা নান্দনিকতায় ফুলে ফুলে ডিসি পার্ক সাজিয়ে তোলা হয়েছে। ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ-গাঁদাসহ দেশি-বিদেশি ১৩৬ প্রজাতির ফুল থাকবে প্রদর্শনীতে।
তিনি জানান, উৎসব ঘিরে বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব, লোকজ সংস্কৃতির মেলা বসবে। প্রতিদিন মঞ্চে থাকবে লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, এবারের ফুল উৎসব বিগত সময়ের চেয়ে বড় পরিসরে হচ্ছে। এবারই প্রথম উৎসবে যুক্ত হয়েছে ভাসমান ফ্লাওয়ার গার্ডেন।
জনপ্রতি ৫০ টাকা টিকিট কেটে ফুল উৎসবে প্রবেশ করা যাবে। টিকিট কাটা যাবে অনলাইনেও। ৪ জানুয়ারি থেকে মাসব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফুল উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।
ঢাকা/রেজাউল/বকুল