খুলনার সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার রিয়াজুল ইসলাম (বামে) এবং নুর আজিম
খুলনা মহানগরীর ত্রাস, সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত নুর আজিম এবং তার সহযোগী শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানান, খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি টিম বুধবার (১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের গডফাদার নুর আজিম (২৮) এবং তার সহযোগী সন্ত্রাসী রিয়াজুল ইসলাম দাদা মিয়াকে (৩৫) গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের নিয়ন্ত্রণে থাকা অস্ত্র-গোলাবারুদ সম্পর্কে তথ্য দেয়। সেই তথ্য মোতাবেক মহানগর গোয়েন্দা বিভাগ খুলনা শহরের দক্ষিণ টুটপাড়া এবং পূর্ব বানিয়াখামায় অভিযান পরিচালনা করে একটি বিদেশি একনলা কাটা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ, ২ রাউন্ড গুলি এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।
ব্রিফিংয়ে তিনি আরো জানান, সন্ত্রাসী গডফাদার নুর আজিম খুলনা মহানগরী দক্ষিণ টুটপাড়া এলাকায় নিজ নামে সন্ত্রাসী বাহিনী তৈরি করে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, এলাকায় আধিপত্য বিস্তার, হত্যা, দখলদারিত্ব, চাঁদাবাজি, টাকার বিনিময়ে কিলিং মিশনসহ অপরাধ জগতের নিয়ন্ত্রণ করে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিলেন। সন্ত্রাসী রিয়াজুলও এলাকায় দখলবাজি, চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে কিলিং মিশন চালাতেন।
অতিরিক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ জানান, নুর আজিম মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন শীর্ষ সন্ত্রাসীর গডফাদার। তার বিরুদ্ধে খুলনা মহানগরী, খুলনা জেলা এবং ডিএমপি, ঢাকাসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। অপর শীর্ষ সন্ত্রাসী রিয়াজুল ইসলামের বিরুদ্ধে ৩টি মামলার তথ্য পাওয়া গেছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল