ফরিদপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৩
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আলতু খান জুট মিলের প্রধান ফটক
ফরিদপুরের মধুখালী উপজেলার পরিক্ষীতপুর গ্রামের আলতু খান জুট মিলের মধ্যে অবস্থিত সীসা কারখানার বয়লার বিস্ফোরণে ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার বনমালদিয়া গ্রামের শুকুর সরদারের ছেলে সাহাবুদ্দিন সরদার (৩০), বোয়ালিয়া গ্রামের মৃত রতন শেখের ছেলে ফারুক শেখ (৩২) ও চাঁদপুর গ্রামের কামরুল শেখের ছেলে বিপ্লব (৪৫)।
আহত ফারুক শেখের বড় ভাই বাচ্চু শেখ বলেন, ‘‘কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। এর মধ্যে, ফারুক ও বিপ্লবের অবস্থা গুরুতর হওয়ায় তদের ঢাকায় রেফার করা হয়েছে।’’
স্থানীয়রা জানান, দুপুরে বিকট আওয়াজ শুনতে পাওয়া যায়। সে সময় সীসা কারখানার ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখেন তারা।
এ বিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারিকুল ইসলাম বলেন, ‘‘কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে, দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।’’
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এস নূরুজ্জামান বলেন, ‘‘সীসা কারখানায় বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/তামিম/রাজীব