ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩২, ৩ জানুয়ারি ২০২৫  
নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

গতকাল বৃহস্পতিবার সকালে ঝটিকা মিছিল করে ছাত্রলীগ

নরসিংদীতে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। বৃস্পতিবার (২ ডিসেম্বর) সকালে শিবপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়ক থেকে মিছিলটি বের হয়। 

মিছিলে নেতৃত্ব দেন ছাত্রলীগের নরসিংদী জেলা কমিটির সাবেক যুগ্ম-আহ্বায়ক রেহানুল ইসলাম ভূইয়া লেলিন। 

জানা গেছে, মিছিলটি শহরের ভেলানগর ব্রিজ থেকে শুরু হয়ে শিবপুর এলাকার সুলতানা কামাল পাম্পের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মিছিলকারীরা ‌‘শুভ শুভ দিন- ছাত্রলীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা আসবে-বাংলাদেশ হাসবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগ-নেতা মোদের শেখ মুজিব’, ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে থাকেন।

আরো পড়ুন:

মিছিলে মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মনির, শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাজায়েল ভুইয়া, পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ, মাধবদী পৌরসভা ছাত্রলীগের সভাপতি আতিফ আসলাম, রায়পুরা পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল চৌধুরী, মনোহরদী উপজেলা ছাত্রলীগ নেতা আহাদুল্লাসহ ৩০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শিবপুর থানার ওসি মো. আফজাল হোসাইন বলেন, “মিছিলের কথা শুনেছি এবং একটি ভিডিও লিংক পেয়েছি। ঠিক কোথায় মিছিল করেছে এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে কাজ চলছে। মিছিলকারীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়