দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কচি’র পদ স্থগিত
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:৪৯, ৩ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৫৯, ৩ জানুয়ারি ২০২৫
নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র পদ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অভিযোগে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আহমেদকে দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ঢাকা/মোসলেম/টিপু