দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১১টার দিকে মহাসড়কের মাওয়ামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা ও আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)।
আহতরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮)।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মিনিবাস। এ ঘটনায় দুজন নিহত হন। আহত হয় আরো পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়েছে।
ঢাকা/রতন/ইমন