ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৮, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:১৯, ৩ জানুয়ারি ২০২৫
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের হাসাড়া এলাকায় যাত্রীবাহী বাস ট্রাককে ধাক্কা দিয়েছে। এ ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে মুন্সীগঞ্জের  শ্রীনগরের হাসাড়া এলাকার ঢাকামুখী লেনে দুর্ঘটনাটি ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, ‍“ঘন কুয়াশার কারণে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের একটি বাস একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাসের সুপার ভাইজার ও চালকের সহকারী নিহত হন। তবে তাদের নাম নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ ঢাকার মিটফোর্ড হাসপাতালে রাখা হয়েছে।”

আরো পড়ুন:

এর আগে, গতকাল রাত সোয়া ১১টার দিকে জেলার সিরাজদিখানের নিমতলী এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরো পাঁচজন।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা ও আব্দুল্লাহ পরিবহনের বাসচালকের সহযোগী মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। 

আহতরা হলেন- অমিত (২৮), তাজল (২৮), প্রভাত ইসলাম (২২), মো. সাগর (৪৯), আব্দুল রহমান (১৮)।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিমতলা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি মিনিবাস। এ ঘটনায় দুজন নিহত হন। আহত হয় আরো পাঁচজন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়