ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোর চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:০০, ৩ জানুয়ারি ২০২৫
কিশোর চালককে হত্যা করে রিকশা ছিনতাই

ফরিদপুরে হুসাইন নামে ১৩ বছর বয়সী এক কিশোর চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুর এলাকায় একটি মহিলা মাদ্রাসার সীমানা দেয়ালের পাশে হুসাইনের লাশ দেখতে পেয়ে পুলিশকে জানান স্থানীয়রা। কোতোয়ালি থানা পুলিশসহ সিআইডির ক্রাইম সিন ইউনিটের একটি দল ওই লাশ উদ্ধার করে।

নিহত হুসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ায়। তার বাবা মৃত খোকা ব্যাপারী। মাত্র এক সপ্তাহ আগে মারা গেছেন হুসাইনের বাবা। মায়ের নাম শেফালী বেগম (৪৮)।

হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান বলেছেন, “তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হুসাইন। বোনগুলোর বিয়ে হয়েছে। এক সপ্তাহ আগে বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন অটোরিকশা কিনে দেন আত্মীয়-স্বজনরা। সেই রিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় হুসাইন। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিং করা হয়। শুক্রবার সকালে লোক মারফত জানা যায় যে, হুসাইনের লাশ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে হুসাইনকে। তার নাকে ফেনা জাতীয় কিছু জমে ছিল। দুই হাত দুই পাশে মেলে রাখা ছিল। মাত্র একটি রিকশার জন্য হুসাইনকে এভাবে হত্যার ঘটনায় আমরা শোকাহত-নির্বাক।”

ঘটনাস্থল থেকে কোতোয়ালি থানার এসআই সনাতন সাংবাদিকদের বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানা পুলিশের পাশাপাশি সিআইডি ঘটনা তদন্ত করছে। আশা করছি, দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে।”

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়