শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। একইসাথে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপির নামে কোনো সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। এরপর রাতে বিএনপির অফিসিয়াল পেইজে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে, গেল বছরের ৪ নভেম্বর বিকেলে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে।
এদিকে কমিটি স্থগিতের ঘোষণা আসার পর থেকে গভীর রাত পর্যন্ত খণ্ড খণ্ড আনন্দ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। উপজেলাগুলোতেও হয় আনন্দ মিছিল। এছাড়াও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বাসায় ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় তিনি নেতাকর্মীদের কোনো সংঘাতে না জড়িয়ে শান্ত অবস্থানের মধ্যে দিয়ে রাজনৈতিক কর্মসূচি পালনের নির্দেশ দেন।
ঢাকা/তারিকুল/ইমন