কিশোরগঞ্জে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শ্বাসকষ্ট আক্রন্ত সন্তানকে নেবুলাইজারের মাধ্যমে হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন এক মা
কিশোরগঞ্জে গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। গত তিনদিন এই জেলার তাপমাত্রা উঠা-নামা করছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। শীত আর হিমেল হাওয়ায় কষ্ট বেড়েছে খেটে খাওয়া মানুষের। একই সঙ্গে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। হাসপাতালগুলোতে প্রতিদিনই শিশু ও বয়স্ক রোগী ভির্তির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের বিভিন্ন হাসপাতালে শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে ১৫০ জন রোগী ভর্তি হয়েছেন। প্রতিদিন শ্বাসকষ্ট, ডায়েরিয়া, আমাশয় ও নিউমেনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী।
কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে প্রতিদিন গড়ে ৯০ থেকে ১০০ জন রোগী ঠান্ডাজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন(আর.পি) ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা বলেন, “শীত বেড়ে যাওয়ায় হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত মানুষের চাপ। বিশেষ করে বয়স্ক ও শিশুরা শ্বাসকষ্ট, ডায়েরিয়া ও নিউমেনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়ে শিশু ও বৃদ্ধদের প্রতি বাড়তি যত্ন নিতে হবে।”
ঢাকা/রুমন/মাসুদ