শীতে জবুথবু বাগেরহাট, দিনভর দেখা নেই সূর্যের
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটে দুই প্রবীণের শীত নিবাবণের চেষ্টা
পৌষের হাড়কাঁপানো শীতে চরম দুর্ভোগে পড়েছে উপকূলীয় জেলা বাগেরহাটের মানুষ। দিনভর সূর্যের দেখা না মেলায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে।
শুক্রবার (৩ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি জেলায় এ বছরের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র শীত আরও দুই-তিন দিন থাকতে পারে। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন বোরো ধান চাষি, দিনমজুর এবং নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুস ছালাম বলেন, “এখন মূলত জমিতে কাজ করার সময়। কিন্তু প্রচণ্ড শীতে জমিতে নামা যাচ্ছে না। হাত-পা ঠান্ডা হয়ে আসে। দুপুর পর্যন্ত রোদ উঠেনি। যদি এভাবে শীত থাকে, তবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।”
বাগেরহাট শহরের রিকশাচালক রবিউল বলেন, “পেটের টানে রিকশা নিয়ে বের হয়েছি। কিন্তু শীতের কারণে রাস্তায় লোকজন কম বের হচ্ছে। তাই যাত্রীও কম, আয়ও কম।”
তীব্র শীতের মাঝেও খেজুর রস সংগ্রহকারীদের জন্য সুখবর রয়েছে। খেজুর গাছ কাটার শ্রমিক আবুল হোসেন বলেন, “অন্যান্য দিনের তুলনায় আজ শীতের তীব্রতা বেশি। শীতে সবকিছুর সমস্যা হলেও খেজুর গাছে রস বেড়েছে। রসের মানও ভালো হচ্ছে।”
মোংলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ বলেন, “আজ দুপুর পর্যন্ত বাগেরহাটে রোদের দেখা নেই। মৃদু শৈত্য প্রবাহ বইছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এটি দুই থেকে তিন দিন ধরে অব্যাহত থাকতে পারে।”
ঢাকা/শহিদুল/টিপু