শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
শেরপুরের ঝিনাইগাতীতে মজনু মিয়া (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জুলগাঁও নয়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মজনু মিয়া ওই গ্রামের জিয়ারুল হকের ছেলে। ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
প্রতিবেশীরা জানান, মজনু পেশায় এক জন মৎস্যজীবী। চার ভাই-বোনের মধ্যে তিনি একা বাড়িতে থাকতেন। গত রাতে খাওয়াদাওয়া শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন মজনু। শনিবার গ্রামে স্মার্টকার্ড বিতরণ করা হবে। এ জন্য শুক্রবার সকাল থেকে পরিবারের বাকি সদস্যরা বাড়িতে আসতে থাকেন। মজনুর মা ছেলের খোঁজ করতে গিয়ে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কিন্তু, কোনো সাড়াশব্দ পাননি। পরে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখে থানায় খবর দেন।
ঢাকা/তারিকুল/রাজীব