রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পালংখালী বাজার স্টেশন চত্বরে মানববন্ধন করে ‘অধিকার বাস্তবায়ন কমিটি’
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ এবং তাদের দ্রুত প্রত্যাবাসনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে অধিকার বাস্তবায়ন কমিটি নামের একটি সংগঠন।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে পালংখালী বাজার স্টেশন চত্বরে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী।
তিনি রোহিঙ্গা সংকট সমাধানে সরকারের কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
বক্তারা জানান, রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পে খুন ও অপরাধমূলক কার্যক্রম বেড়ে চলেছে। দীর্ঘ প্রায় আট বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠানো যায়নি।
সম্প্রতি মিয়ানমারের আরাকানে গৃহযুদ্ধের কারণে নতুন করে লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে উখিয়া ও টেকনাফসহ পুরো কক্সবাজারের মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হবে বলে বক্তারা সতর্ক করেন।
মানববন্ধনে বক্তারা ৭ দফা দাবি তুলে ধরেন।
১.আশ্রিত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসনের ব্যবস্থা করা।
২. রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা।
৩.২০২৪ সালে রাখাইনে গৃহযুদ্ধের কারণে নতুন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের এফডিএমএন তালিকায় অন্তর্ভুক্ত না করে (বায়োমেট্রিক) তাদের পুশব্যাকের কার্যকর উদ্যোগ নেওয়া।
৪. উখিয়া ও টেকনাফের স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা।
৫.রোহিঙ্গা ক্যাম্পে চাকরি ও ব্যবস্থাপনায় স্থানীয় বাসিন্দাদের ন্যূনতম ৫০% অংশগ্রহণ নিশ্চিত করা।
৬.রোহিঙ্গাদের কাঁটাতারের বাইরে অবাধ বিচরণ এবং ক্যাম্পের বাইরে বাসা ভাড়া নেওয়া বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ।
৭.রোহিঙ্গা ক্যাম্পের চাকরির নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা আনতে আরআরআরসি প্রশাসন, জেলা প্রশাসন এবং স্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি মনিটরিং সেল গঠন করা।
বক্তারা এসব দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ঢাকা/তারেকুর/সাইফ