জুমার নামাজ পড়ানো হলো না ইমামের
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় জাহেদ হাসান (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাহেদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের ছোলায়মান ডাক্তারের ছেলে। তিনি গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকার যুগগাড়ি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
স্থানীয়দের বরাতে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন মিয়া বলেন, ‘‘জাহেদ হাসান সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে যুগগাড়ি মাদ্রাসায় আসছিলেন। ওই এলাকার একটি মসজিদে তার জুমার নামাজ পড়ানোর করার কথা ছিল। কিন্তু, পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’’
তিনি আরো বলেন, ‘‘ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/মাসুম/রাজীব