ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় ডিবি পুলিশের তৎকালীন এসআই কারাগারে

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪৬, ৩ জানুয়ারি ২০২৫
নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় ডিবি পুলিশের তৎকালীন এসআই কারাগারে

নারায়ণগঞ্জ ডিবির তৎকালীন এসআই মাহফুজুর রহমানের অস্ত্র হাতে গুলি করার এই ছবি ঘটনার পর আলোচিত হয়। ২০২২ সালের ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট এলাকায়।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার সময় গুলিতে যুবদল কর্মী শাওন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমানকে (কনক) গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাফিয়া শারমীন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘শাওন হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।’’

আরো পড়ুন:

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে শাওন হত্যা মামলার ১৬ নম্বর আসামি মাহফুজুর রহমান কনককে গ্রেপ্তার করে এপিবিএন সদস্যরা। নারায়ণগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা ও মহানগর বিএনপির মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে যুবদল কর্মী শাওন গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার দুই বছর পর ২০২৪ সালের ২১ অক্টোবর শাওনের বড় ভাই মো. মিলন বাদী হয়ে মামলা করেন।

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়