ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:০০, ৩ জানুয়ারি ২০২৫
ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় মোহন মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেকজন।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের কসমস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহন মিয়া ও আহত সোহেল রানা মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রওহা এলাকার বাসিন্দা ও সম্পর্কে মামা-ভাগ্নে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, ‘‘গতকাল মোহন মিয়ার মেয়ের বিয়ে হয় সাভারে। আজ মেয়েকে নিয়ে সাভার থেকে মানিকগঞ্জ ফিরছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসছিলেন মামা-ভাগ্নে। কসমস এলাকায় পৌঁছালে তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃত্যু হয়। গুরুতর আহতাবস্থায় সোহেল রানাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’’

আরো পড়ুন:

ঢাকা/সাব্বির/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়