৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ঘন কুয়াশায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু করেছে। শনিবার (৪ জানুয়ারি) সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, গতকাল রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, ‘‘শুক্রবার রাত ১১টার দিকে মাঝ নদীতে কুয়াশার প্রকোপ বেড়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।’’
তিনি আরো বলেন, ‘‘কুয়াশা কেটে গেলে শনিবার সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় উভয়ঘাটে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।’’
ঢাকা/চন্দন/রাজীব