ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

চুরি করতে দেখে চিৎকার, চোরের পিটুনিতে আহত ৪

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫১, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১০:০৫, ৪ জানুয়ারি ২০২৫
চুরি করতে দেখে চিৎকার, চোরের পিটুনিতে আহত ৪

ফাইল ফটো

নেত্রকোনার কলমাকান্দায় ঘরে চোর ঢুকে চুরি করছিল। এ সময় চোর চোর বলে চিৎকার করলে চোরেরা পিটিয়ে ৪ জনকে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা ওই বাড়ি থেকে পাঁচ লাখ টাকা এবং একটি স্মার্টফোন নিয়ে গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. নূর ইসলাম ফকির বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন- মো. নুরুল ইসলাম ফকির, তার স্ত্রী হাওয়া বেগম, মেয়ে রেখা আক্তার ও রীমা আক্তার।

আরো পড়ুন:

থানায় লিখিত অভিযোগে বলা হয়েছে, শুক্রবার ভোররাতে হাওয়া বেগম নামাজ আদায়ে জন্য অজু করতে ঘরের বাহিরে বের হন। তখন মেয়ে রেখা আক্তার ও রীমা আক্তার ঘরে ঘুমচ্ছিলেন। এ সময় কৌশলে চোরেরা ঘরে ঢুকে পড়ে। ভোর ৫টার দিকে ঘরের ভেতরে শব্দ শুনে ঘুম ভেঙে যায় রেখা ও রীমার। তারা দেখেন, ঘরে চোর ঢুকে চুরি করছে। এ সময় চোর চোর বলে ডাক-চিৎকার করেন। তাদের চিৎকার শুনে হাওয়া বেগম, নূর আলমসহ বাড়ির অন্যরা চোরদের ধাওয়া দেন। এ সময় চোরের দল পাল্টা হামলা চালিয়ে বাড়ির লোকজনদের পিটুনি দেয়। এতে চার জন আহত হয়েছেন।

নূর ইসলাম ফকির বলেন, ‘‘আমি ও আমার ছেলে নুর আলম বাড়ির বাংলা ঘরে ঘুমাই। ভোরে ডাক-চিৎকার শুনে পরিবারের সবার ঘুম ভেঙে যায়। ঘরে গিয়ে দেখি, এলাকার চিহ্নিত চোরেরা ঘরে রাখা পাঁচ লাখ টাকা ও একটি স্মার্টফোন নিয়ে পালিয়ে যাচ্ছে। বাধা দিলে চোরের দল সংঘবদ্ধ হয়ে আমাদের মারপিট করে পালিয়ে যায়। এ ঘটনায় কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছি।’’

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘‘লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/সোহেল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়