ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

বাউফলে ডাকাতির পর ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১২:৪৫, ৪ জানুয়ারি ২০২৫
বাউফলে ডাকাতির পর ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

ডাকাতি হওয়া ব্যবসাপ্রতিষ্ঠান

পটুয়াখালীর বাউফলে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির পর প্রতিষ্ঠানের মালিক শিবু বণিককে (৭২) ডাকাতদল অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকার ‘কানু প্রিয় ভান্ডার’ নামের প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে শিবু বণিক ও তার দুই কর্মচারী দোকানে বসে হিসেব নিকেশ করছিলেন। এ সময় ৭-৮ জনের মুখোশধারী ডাকাতদল প্রতিষ্ঠানের ভেতরে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা সিসি ক্যামেরা ভেঙে ফেলে এবং তিন জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে দোকানে থাকা সাত লাখ টাকা লুট করে ব্যবসায়ীকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল।

আরো পড়ুন:

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়