ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২২ ১৪৩১

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৩, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৮, ৪ জানুয়ারি ২০২৫
আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত

ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মুকুল (৪৫) নামের এক জন নিহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাহমুদপুর ইউনিয়নের জোগারদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার মধ্যরাতে জোগারদিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৮-৯ জন। স্থানীয়রা টের পেয়ে তাদের ঘেরাও করে। এ সময় ৭-৮ জন পালিয়ে গেলেও ধরা পড়েন মুকুল। পরে এলাকাবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘‘নিহত মুকুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ডাকাতিসহ বেশকিছু মামলা রয়েছে।’’

ঢাকা/অনিক/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়