পঞ্চগড়ে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড় সদর উপজেলায় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার হাড়িভাসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন- জুলাই আন্দোলনে নিহত রংপুরের শহীদ আবু সাঈদের বড় ভাই এবং শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সভাপতি রমজান আলী, আরেক বড় ভাই ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হোসেন, হাড়িভাসা ইউপি চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ প্রমুখ।
বক্তব্যে শহীদ আবু সাঈদের বড় ভাই রমজান আলী বলেন, “আমরা ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় ও বঞ্চিতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।”
ঢাকা/নাঈম/ইমন