ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

ফেনী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৭, ৪ জানুয়ারি ২০২৫  
ফেনী জেলা ছাত্রশিবিরের সভাপতি হেলাল, সেক্রেটারি আরমান

আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফেনী জেলার ২০২৫ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আবু হানিফ হেলাল ও ইমাম হোসেন আরমান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। 

শুক্রবার (৩ জানুয়ারি) দারুল ইসলাম মিলনায়তনে আয়োজিত সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়। সমাবেশে শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের সঞ্চালনায় ও কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় এ কমিটি ঘোষণা করেন।

আগামীতে সংগঠনের সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নবগঠিত কমিটির সভাপতি-সম্পাদক।

কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহিম, নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন, ফেনী শহর শাখার সভাপতি শরীফুল ইসলাম ও ছাত্রশিবির ফেনী জেলা শাখার সাবেক সভাপতিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সমাবেশের সমাপনী অধিবেশনে সংগঠনের সদস্যদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন শিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক আমিরুল ইসলাম।

ঢাকা/সাহাব উদ্দিন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়