ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লক্ষ্মীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার এক

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ৪ জানুয়ারি ২০২৫  
লক্ষ্মীপুরে হত্যা মামলায় গ্রেপ্তার এক

লক্ষ্মীপুরে গত ৪ আগস্ট ছাত্র জনতার ওপর হামলা ও গুলি করে ৪ ছাত্রকে হত্যার ঘটনায় সাবেক ছাত্র নেতা আমজাদ হোসেন আজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) তাকে লক্ষ্মীপুর সরকারি কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আমজাদ হোসেন আজিম লক্ষ্মীপুর পৌর সাত নম্বর ওয়ার্ডের দেলোয়ার হোসেনের ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লক্ষ্মীপুর সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ জানান, আমজাদের বিরুদ্ধে ছাত্র-হত্যার অভিযোগে ৩টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে।

ঢাকা/লিটন/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়