কয়েকটি দলের লোকজন ভোটের জন্য পাগল হয়ে গেছে: গোলাম পরওয়ার
ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “কয়েকটি দলের লোকজনের যেন আর সহ্য হচ্ছে না, তারা এখনই নির্বাচন চায়, ভোটের জন্য পাগল হয়ে গেছে। কেন একটু ধৈর্য্য ধরেন, কিছু সংস্কার হোক।”
তিনি বলেন, “এই অন্তর্বতী সরকার ব্যর্থ হলে জাতির সামনে মহাদুর্যোগ নেমে আসবে। বিচার না করে নির্বাচন করলে আবার কালো যুগ ফিরে আসবে। নির্বাচনে ভোট দিতে পারবেন না। নির্বাচনের আগেই বিচার ত্বরান্বিত করতে হবে। দীর্ঘ ১৭ বছরের একটি কালো যুগ আমরা পার করে এসেছি।”
শনিবার (৪ জানুয়ারি) সকালে ময়মনসিংহ মুক্তাগাছা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আর. কে সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিগত বছরগুলোতে দেশে বর্বর শাসন ছিল। গণতন্ত্র ছিল না, রাজনীতি-অর্থনীতি সব ধ্বংস করে দিয়ে ভোটের অধিকার হত্যা করা হয়েছে। সারাজীবন ক্ষমতায় থাকতে, ফ্যাসিস্ট শাসন কায়েম করতে তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা।”
তিনি আরো বলেন, “আমরা ১৭ বছর বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। যে যুগে আমাদের কোনো ভোটাধিকার ছিল না, গণতন্ত্র ছিল না, ধর্মীয় অধিকার ছিল না, আইনের শাসন ছিল না, অর্থনৈতিক অধিকার ছিল না। আওয়ামী লীগের লোক না হলে চাকরি হতো না। ১৭ বছর আমাদের ব্যবসা-বাণিজ্য, আমাদের সন্তানদের চাকরি, রাজনীতি-অর্থনীতি সব তছনছ করে দেওয়া হয়েছে। সেই জন্য আমরা বলি, আমরাও একটি জাহেলিয়াতের যুগ পার করেছি। আমরা একটা কালো যুগ পার করেছি।”
জামায়াতের এই নেতা বলেন, “গণতন্ত্রে কথা বলে উনারা ক্ষমতায় আসলেন, কিন্তু ক্ষমতায় এসে তিনি (শেখ হাসিনা) গণতন্ত্রের কথা সব ভুলে গেলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ তিনটা নির্বাচন হয়েছে। আওয়ামী কর্তৃত্ববাদী শাসক দিনের ভোট রাতে করেছে, ডামি ভোট দিয়েছে। ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দেওয়ার জন্য রওনা দিলেও রাস্তায় তাদের গাড়ি আটকিয়ে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ভোটকেন্দ্রে যেতে দেয়নি। এরা বলেছে, ভোট হয়ে গেছে বাড়ি চলে যান। জোর করে যদি কেউ ভোটকেন্দ্রে গিয়েছে তাহলে মেরে আহত করে দিয়েছে। প্রিজাইডিং অফিসার বলেছে, ব্যালট পেপার শেষ হয়ে গেছে, বাড়ি চলে যান। বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এটা কি গণতন্ত্র হতে পারে? এই কালোযুগে এইভাবে আমাদের ভোটাধিকারকে হত্যা করা হয়েছে।”
মুক্তাগাছা উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল ফারুকী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির মো. আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুবুর রশিদ ফরাজী প্রমুখ।
ঢাকা/মিলন/মাসুদ