ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ৪ জানুয়ারি ২০২৫  
চট্টগ্রামে যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মিল্ক ভিটার সাবেক পরিচালক নাজিম উদ্দীন হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার ডাঙারচর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজিম উদ্দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নগরের কোতোয়ালী থানা এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, কোতোয়ালী থানার সুনির্দিষ্ট মামলার এজাহারভুক্ত আসামি ও কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন:

ঢাকা/রেজাউল/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়