আ.লীগের পতন বিএনপির নেতাকর্মীদের মনে রাখতে হবে: ইঞ্জি. শ্যামল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, ‘‘আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসার চেষ্টা করেছে, এক সময় ছাত্র-জনতা তাদের দেশ ছাড়া করেছে।’’
তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগ সব সময় জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোট রাতে, জনগণবিহীন ভোট, ক্ষমতার অপব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীদের জেল-জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রূপে অবতীর্ণ করেছে। যার জন্য তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে।’’
ছাত্রজনতার আন্দোলনের সফলতা আসলেও দীর্ঘ ১৬ বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠন সেই সফলতা পরিবেশ তৈরি করেছে। তাই সেই সফলতা বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে হবে। জনগণকে সাথে নিয়ে আগামীর সরকার বিএনপি গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কেন্দ্রীয় বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এসব কথা বলেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে চান্দুরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হকের সভাপতিত্বে ও বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।
চান্দুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. আলী ইমরান ও সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক পৌর মেয়র মো. হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি খোকন, সাবেক সহ সভাপতি অ্যাড. শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ মানুষ অ্যাড. তরিকুল ইসলাম খাঁন রোমা ও মো. আলী আজম, সাবেক প্রবাসী বিষয়ক সম্পাদক মো. নুরুল হুদা সরকার, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব অ্যাড. ইমাম হোসেন, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ, যুগ্ম আহবায়ক মো. সাজিদুল রহমান ও রেদোয়ানুর হক শিষ।
মাইনুদ্দীন/এনএইচ