ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

নাটোরে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৮:৪২, ৫ জানুয়ারি ২০২৫
নাটোরে আওয়ামী লীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৫

ফাইল ফটো

নাটোরের লালপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, নাতি জয়, জিয়াদ এবং ছাত্রদল কর্মী সাগর। আহতদের মধ্যে জিয়াদকে রাজশাহীর বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগকর্মী জয় তার ফেসবুকে একটি পোস্ট দেন। এ ঘটনায় লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইট ওই ছাত্রলীগকর্মীকে মারধর করেন। এরপর জয়ের স্বজনেরা একত্রিত হয়ে সুইটকে ধাওয়া দেয়। পরে সুইট তার কর্মী-সমর্থকদের একত্রিত করে রঘুনাথপুরে আওয়ামী লীগ সমর্থকের তিন বাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ জন আহত হন।

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। আর ছাত্রদল নেতা রায়হান কবির সুইটকে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, ‘‘ফেসবুকে পোস্ট নিয়ে ঘটনার সূত্রপাত। ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি একটি বাড়ি ভাঙচুর হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।’’

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুজ্জামান বলেন, ‘‘এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়