যাত্রীসহ মাঝনদীতে আটকা দুই ফেরি, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বন্ধ
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের শিবালয়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে মাঝনদীতে যাত্রী ও যানবাহন নিয়ে দুটি ফেরি আটকা পড়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাত ১২ টার দিকে দুটি ফেরি আটকা পড়ে। পরে এই নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি।
রোববার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী (বাণিজ্য) এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় জাহাঙ্গীর ও বাইগার নামের দুটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ওই ফেরিতে আটকা পড়া যাত্রীরা নিরাপদে আছেন। তবে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ঘন কুয়াশা কেটে গেলে এই রুটের ফেরি চলাচল শুরু হবে।
ঢাকা/চন্দন/টিপু