মাটিতে পোঁতা ছিল রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ফরিদপুরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হালিম শেখ (২৫) নামের এক রিকশাচালকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) শহরের গুহলক্ষীপুর মডেল টাউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আব্দুল হালিম শেখ জেলা শহরের মধ্যে আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আব্দুল হালিম। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর না পেয়ে এ ঘটনায় পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। শনিবার মাটিতে পুঁতে রাখা অবস্থায় হালিম শেখের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের রিকশা একটি রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রিকশা ছিনতাইয়ের পর তাকে হত্যার পর মরদেহ বস্তাবন্দী করে মাটিতে পুঁতে রাখা হয়েছে।’’
ঢাকা/তামিম/রাজীব