তীব্র শীতেও থেমে নেই তাদের কর্মযজ্ঞ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাঁচার তাগিদে মানুষ বেছে নেয় নানান পেশা। তীব্র শীত কিংবা গরমকে উপেক্ষা করে তাদের কর্মযজ্ঞ চালিয়ে যায়। তেমনি দিনাজপুরের হিলিতে হাড়কাঁপানো শীতেও নারী শ্রমিক বুলবুলি ও শিরিনারা চালিয়ে যাচ্ছে তাদের নিত্যদিনের কর্মযজ্ঞ।
ভোর হলেই খোলা মাঠে সুপারি চুলতে বসে পড়ে কয়েকজন নারী শ্রমিকরা। শীত কিংবা গরম তাদের থামিয়ে রাখতে পারে না। সংসারের সচ্ছলতা ফেরাতেই তাদের এই সংগ্রাম। ২০০ সুপারি চুলতে পারলে তারা পায় ২০ টাকা। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত এসব নারী শ্রমিকরা জনপ্রতি চুলতে পারে ৮০০ থেকে ১০০০ পিচ সুপারি। তাতে তাদের পারিশ্রমিক আসে ৮০ থেকে ১০০ টাকা। তবে তাদের এই কাজের সময়সীমা ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত। কেননা বেলা হলেই সুপারির মহাজন এসব চুলা সুপারি নিয়ে যাবেন।
সুপারির মহাজন দেলোয়ার হোসেন বলেন, “আমি চুলা সুপারির ব্যবসা দীর্ঘদিন ধরে করে আসছি। এই এলাকায় প্রায় ১০ থেকে ১২ জন নারী শ্রমিকরা আমার সুপারি চুলার কাজ করে থাকে। শীত, গরম ও বর্ষাকালেও আমার ব্যবসা থেমে থাকে না। প্রতিদিন প্রায় দুই বস্তা সুপারি তারা আমাকে চুলে দেয়। তাদের আমি বিশপ্রতি (২০০ পিচ সুপারি) ২০ টাকা পারিশ্রমিক দেই। এতে তাদের সংসারে কিছুটা হলেও সচ্ছলতা ফিরে আসে।”
নারী শ্রমিক শিরিনা আক্তার বলেন, “আমরা গরিব মানুষ, কর্ম করেই খাই। কাজ না করলে ছেলে-মেয়েদের মানুষ করবো কি করে? স্বামী যা রোজগার করে তা দিয়ে জীবন চলে না। ছেলে-মেয়েরা লেখাপড়া করে, তাদের জীবন সাজাতেই আমার এই পরিশ্রম। তবে বর্তমানে অনেক শীত, প্রচুর ঠান্ডা পড়ছে। কিন্তু ঠান্ডাকে আর ভয় লাগে না। কাজ করতেই হবে সেটা শীত, গরম কিংবা বর্ষাকাল হউক।”
নারী শ্রমিক বুলবুলি বলেন, “প্রতিদিন ভোর হলেই বাড়ির পাশে এই মাঠে আমরা সবাই সুপারি চুলার কাজ শুরু করি। বেলা হলেই মহাজন সুপারি নিবেন। আমার স্বামী একজন অসুস্থ মানুষ। তিনি কোনো কাজ করতে পারে না। দীর্ঘদিন ধরে তিনি বিছানায় পড়ে আছেন। এই কর্ম করেই দিনে যা কামাই করি তা দিয়ে কোনো রকম সংসার চলে।”
এদিকে দিনাজপুর জেলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিলো ৯১% ও গত ২৪ ঘণ্টায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ২ কিলোমিটার।
তিনি জানান, দেশের অন্যান্য কয়েকটি জেলার আজকের সকাল ৬টার তাপমাত্রা: তেতুলিয়া (পঞ্চগড়): ৯.৯, সৈয়দপুর: ১৩.৩, রংপুর: ১৪.৫, রাজারহাট (কুড়িগ্রাম): ১৩.০, বদলগাছি (নওগাঁ): ১৩.৩, বগুড়া: ১৪.৫, রাজশাহী: ১৪.৫, চুয়াডাঙ্গা: ১২.৩ এবং শ্রীমঙ্গল (সিলেট): ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
তিনি আরো জানান, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেতুলিয়ায় ৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকা/মোসলেম/ইমন