ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ৫ জানুয়ারি ২০২৫  
পাবনায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

পাবনা সদর উপজেলার মজিদপুর এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ট্রাকেরই চালক আহত হয়েছেন। তাদের একজনকে পাবনা জেনারেল হাসপাতালে ও অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ৭টার দিকে পাবনা-রাজশাহী মহাসড়কের মজিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আহত দুইজন হলেন- পাথর বোঝাই ট্রাকচালক পাবনা সদর উপজেলার চর ঘোষপুর গ্রামের মৃত মগরব আলীর ছেলে আশিক হোসেন (৩০) ও বালু বোঝাই ড্রাম ট্রাকচালক একই উপজেলার আফুরিয়া গ্রামের নাহের উদ্দিন খানের ছেলে আরজু হোসেন খান (৫২)।

 

পাবনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টার দিকে পাবনা থেকে বালু বোঝাই ড্রামট্রাক টেবুনিয়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে মজিদপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। 

স্থানীয়রা গিয়ে তাদের উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তারা গাড়ির ভেতরে আটকা পড়ায় পাবনা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে গিয়ে আহত দুই চালককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা। তাদের মধ্যে ড্রাম ট্রাকচালক আরজুর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসক। 

কুয়াশার কারণে এবং ড্রাম ট্রাকের সামনের একটি চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।

ঢাকা/শাহীন/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়