আইয়ুবের সন্ধান মেলেনি ৩ মাসেও
জামালপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নিখোঁজ আইয়ুব আলী
জামালপুরের মেলান্দহে মোবাইল কিনে না দেওয়ায় পরিবারের ওপর অভিমান করে বাড়ি ছাড়েন ১৮ বছর বয়সী আইয়ুব আলী। এরপর তিন মাস অতিবাহিত হলেও সন্ধান মেলেনি তার।
পরিবারের লোকজন এতদিন অপেক্ষা করছেন জনৈক তান্ত্রিক (ফকির) আইয়ুবকে তন্ত্র-মন্ত্রের মাধ্যমে উদ্ধার করে দেবেন এমন আশায়। গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) ছেলের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মা আফরোজা খাতুন।
নিখোঁজ আইয়ুব উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল এলাকার মোয়াজ্জেম হোসেন ও আফরোজা খাতুন দম্পতির ছেলে। তিনি কোনা মালঞ্চ দাখিল মাদরাসা থেকে এবছর দাখিল পাস করে জামালপুর আলিম মাদরাসায় ভর্তি হয়েছিলেন। গত বছরের ৩ অক্টোবর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ আইয়ুবের স্বজনেরা জানান, সহপাঠী কয়েকজন মোবাইল কিনলে আইয়ুবও পরিবারের কাছে মোবাইল কিনে দিতে বলেন। অভাবের সংসারে কয়েক মাস পরে মোবাইল কিনে দিতে চায় তার পরিবার। এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়া করে আইয়ুব। গত বছরের ৩ অক্টোবর ভোরে ফজর নামাজের পর আইয়ুবের মা ঘরে গিয়ে দেখেন ছেলে নেই। এরপর থেকে ছেলেকে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করেন পরিবারের সদস্যরা।
আইয়ুবের মা আফরোজা খাতুন জানান, কোথাও খোঁজ পাওয়া না গেলে তারা ভেবে নেন হয়তো তিনি (আইয়ুব) অভিমান করে কোনো আত্মীয়-স্বজনের বাড়িতে গেছেন। অভিমান ভাঙলে বাড়িতে চলে আসবেন। ঘটনার তিন মাস অতিবাহিত হলেও আইয়ুব আজও বাড়ি ফিরে আসেননি।
তিনি আরো জানান, আইয়ুবের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ নেন তারা। শেষ পর্যন্ত না পেয়ে তারা কিছুদিন ধরে ঘুরছেন ফকিরের (তান্ত্রিক) বাড়ি বাড়ি। ফকির নাকি তন্ত্র-মন্ত্রের বলে আইয়ুবকে বাড়িতে ফিরিয়ে আনবেন এ আশায় তারা অপেক্ষা করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীর মা আফরোজা খাতুন বলেন, “এর আগেও বন্ধুদের সঙ্গে পরিবারকে না বলে ঘুরতে গেছিল আইয়ুব। ১০ দিন পর আসছে, এবারো ভেবেছি চলেই আসবে। আত্মীয়দের বাড়িতে খোঁজতেছি। ওর বাবা ঢাকায়, চট্টগ্রামে গিয়ে খোঁজতেছে, পায়তেছে না। ছেলেটা প্রতিবন্ধী, ওর বাম হাতের কনুই পর্যন্ত নেই।”
মেলান্দহ থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, “তিনমাস পর নিখোঁজ ওই শিক্ষার্থীর পরিবার একটি জিডি করেছেন। আরো আগে থানায় জানালে ভালো হতো। এ ব্যাপারে আমাদের আইনানুগ ব্যবস্থা চলমান।”
ঢাকা/শোভন/মাসুদ