ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৬:৫৩, ৫ জানুয়ারি ২০২৫
সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

আব্দুল লতিফ বিশ্বাস

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, “আজ দুপুরে লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথবাহিনী। এখনো তার বাড়িতে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।”

জানা যায়, শনিবার (৪ জানুয়ারি) রাত ৯টার দিকে এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী দরবার শরিফের ১১০তম উরসে পৌঁছালে ১ নম্বর গেট এলাকায় লতিফ বিশ্বাসের গাড়ি অবরোধ করেন উত্তেজিত জনতা। এসময় জনতার নিক্ষেপ করা ঢিলে তার গাড়ির একটি গ্লাস ভেঙে যায়। পরে দরবার শরিফের নিরাপত্তা প্রহরী তাকে উদ্ধার করে ভেতরে নিয়ে যান। সেখানে তিনি কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

আরো পড়ুন:

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি এই আসন থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

আব্দুল লতিফ বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়