ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

জোড়া হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ৫ জানুয়ারি ২০২৫  
জোড়া হত্যা মামলায় সিরাজগঞ্জে ৪ জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই কৃষককে হত্যা মামলায় চার জনকে মৃত্যুদণ্ড এবং আট জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। 

রবিবার (৫ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মাহবুবুর রহমান মামলার রায় দিয়েছেন। আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এতথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- উল্লাপাড়া উপজেলার চক-পাঙ্গাসী গ্রামের হাসানুর হাসু (৪৮), একই গ্রামের কাওছার আলী, মোয়াজ্জেম হোসেন রিন্টু ও জাহিদুল ইসলাম জালিম। 

আরো পড়ুন:

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার চক-পাঙ্গাসী গ্রামের আশরাফ আলী (৫২), মোতালেব হোসেন (৪৫), রেজাউল হোসেন (৩৫), দুলাল শেখ (৩৬), মনিরুল ইসলাম (৩৫), সাদ্দাম শেখ (৩০) বেল্লাল হোসেন (৫৫) ও আওয়াল শেখ (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উল্লাপাড়া উপজেলার চক-পাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে একই গ্রামের আবুল কালামের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এরই জেরে ২০১৭ সালের ২১ জানুয়ারি আবুল কালাম গ্রুপের লোকজন সাইফুল ইসলামের গ্রুপের ওপর হামলা চালায়। হামলায় আবু সাইদ, সাইফুল ইসলাম, সোনা মিয়া, আবুল কালাম, মকবুল হোসেন আহত হন। ওই সময় তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। 

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুল ইসলাম ও মকবুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারা দুইজন মারা যান।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের ৫০ হাজার টাকা করে এবং যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের ২৫ হাজার করে জরিমানা করেন। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের। অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি আসামিদের খালাস দিয়েছেন আদালত।

ঢাকা/অদিত্য/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়