ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী: টুকু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালউদ্দিন টুকু বলেছেন, “নব্বইয়ের স্বৈরাচার আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত ছাত্রদল বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী শাহাদতবরণ করেছেন। আন্দোলনের মূল দায়িত্ব পালন করেছে বিএনপি ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।”
রবিবার (৫ জানুয়ারি) দুপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহরে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সুলতান সালউদ্দিন টুকু বলেন, “দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। ছাত্রদল সব ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। এর জন্য নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।”
টাঙ্গাইলে ১৭ বছর পর উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ দুপুরে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সভায় জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজিন আহমেদ টিটো, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ। এসময় জেলার বিভিন্ন উপজেলা থেকে
আগত ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/কাওছার/মাসুদ