লক্ষ্মীপুরে শিক্ষার্থী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদল
লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সাব্বির হোসেনসহ চার শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর মিরপুর মডেল থানা পুলিশ বাদলকে গ্রেপ্তার করে। পরে তাকে লক্ষ্মীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাদল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, সাব্বিরসহ চার শিক্ষার্থী হত্যা মামলায় বাদলকে গ্রেপ্তার করা হয়। তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠিযে দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। সেসময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হয়। এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়।
ঢাকা/লিটন/বকুল