ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর, ঘরে আগুন: বিএনপি নেতা বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:২৩, ৫ জানুয়ারি ২০২৫
গোবিন্দগঞ্জে সাঁওতাল নারীকে মারধর, ঘরে আগুন: বিএনপি নেতা বহিষ্কার

রফিকুল ইসলাম।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজাহার ইউনিয়নের বিরাট বরট্ট গ্রামে সাঁওতাল নারীকে মারধর, জমি দখল ও ঘরে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্ত রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক চিঠি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

চিঠিতে বলা হয়েছে, রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামকে সংগঠনবিরোধী কার্যকলাপের সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হল। 

বহিষ্কার বিএনপি নেতা রফিকুল ইসলাম রাজাহার ইউনিয়নের চাপড়া পাড়ার আব্দুল হাকিম মণ্ডলের ছেলে। 

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল বলেন, ‘‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী যে কেউ, যে কোনো অপকর্মে জড়িয়ে পড়লে তাকে দলে রাখা যাবে না। সে কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’’ 

তিনি আরো বলেন, ‘‘দলের ন্যূনতম শৃঙ্খলাভঙ্গ ও অরাজনৈতিক কর্মকাণ্ডের কারণে নেতাকর্মীদের বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’’

এদিকে, এ ঘটনার প্রতিবাদে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ এবং সামাজিক সংগ্রাম পরিষদ যৌথভাবে দফায় দফায় বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম মুঠোফোনে বলেন, ‘‘দল সিদ্ধান্ত নিতেই পারে। ঘটনার সত্যতা যাচাই করা উচিৎ ছিল। আমি এর প্রতিবাদ জানাব।’’ 

স্থানীয় দলীয় নেতাকর্মীরা বহিষ্কারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেন, ‘‘সংগঠনের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করতে দলের সিদ্ধান্তই চূড়ান্ত। তবে বহিষ্কারের ঘটনায় রাজাহার ইউনিয়নসহ গোটা উপজেলায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এমন সিদ্ধান্ত স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।’’

৩ জানুয়ারি রাজাহার ইউনিয়নের বিরাট বরট্ট গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সুন্দর মণ্ডলের স্ত্রী ফিলোমিনা হাসদা ও তার পরিবারের ওপর হামলা, মারধর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়নের বিএনপির যুগ্ম সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় ফিলোমিনা হাসদার বড় ছেলে জুলিয়াস সরেন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় চেয়ারম্যানসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে রবিবার রফিকুল ইসলামকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। 

মাসুম/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়