ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শরীয়তপুরে ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

শরীয়তপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ৫ জানুয়ারি ২০২৫  
শরীয়তপুরে ২৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ

জব্দকৃত কারেন্ট জাল

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় সোয়া লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দাসেরজঙ্গল বাজারে যৌথ অভিযান পরিচালনা করে জালগুলো জব্দ করে উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা। 

উপজেলা প্রশাসন জানায়, দাসেরজঙ্গল বাজারের বেশ কয়েকটি দোকানে অসাধু ব্যবসায়ীরা অবৈধ কারেন্ট জাল বিক্রি করে আসছিল। এ সংবাদ পেয়ে সকালে যৌথ অভিযান চালায় উপজেলা প্রশাসন ও কোস্টগার্ডের সদস্যরা। অভিযানে সেখান থেকে ১ লাখ ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য অন্তত ২৫ লাখ টাকা। এ সময় অবৈধ কারেন্ট জাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জব্দকরা জালগুলো নদীর পাড়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

আরো পড়ুন:

গোসাইরহাট সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল বলেন, কোস্টগার্ডের সদস্যদের সঙ্গে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে কারেন্ট জাল জব্দ শেষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়