ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৯:৩১, ৫ জানুয়ারি ২০২৫
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ কারাগারে

আব্দুল লতিফ বিশ্বাস

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরো পড়ুন: সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস আটক

আরো পড়ুন:

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত (৪ আগস্ট) সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা এবং ১৫ পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে, আজ দুপুরে বেলকুচি পৌরসভার কামারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথবাহিনী। এরপর সিরাজগঞ্জ সরকারি কলেজে অবস্থিত সেনা ক্যাম্পে রাখা হয় তাকে। পরে এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশের পক্ষ থেকে করা ওই মামলায় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখ এবং ৬ হাজার নাম না জানা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

আরো পড়ুন: এনায়েতপুর থানায় হামলা, ১৩ পুলিশ নিহত

তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। গত জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন তিনি। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে আব্দুল লতিফ বিশ্বাস নিজ বাড়িতেই অবস্থান করতেন। তার বিরুদ্ধে কোনো মামলাও করা হয়নি।

আব্দুল লতিফ বিশ্বাস সিরাজগঞ্জ-৫ আসন থেকে ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

ঢাকা/অদিত্য/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়