পাবনায় প্রকাশ্যে ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই
পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পাবনা মধ্যশহর আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে ছিনতাই করা হয়
পাবনা মধ্যশহর আব্দুল হামিদ রোডের লতিফ টাওয়ারের সামনে থেকে রেজাউল করিম স্বপন নামে এক ব্যবসায়ীর ৬ লাখ টাকা ছিনতাই হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ছিনতাই করা হয়।
ছিনতাইয়ের শিকার রেজাউল করিম স্বপন পেশায় ঠিকাদারি করেন। তিনি সরদার স্বপন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ও শহরের লাইব্রেরি বাজার আটুয়া মহল্লার মৃত মোশাররফ হোসেনের ছেলে।
ব্যবসায়ী রেজাউল করিম স্বপন জানান, রবিবার ত্রাণ অধিদপ্তরের টেন্ডার দাখিলের নির্ধারিত দিন ছিল। দুপুরে তিনি পাবনা শহরের অগ্রণী ব্যাংক প্রধান শাখা থেকে বিডি জমা দেওয়ার জন্য নগদ ৬ লাখ টাকা উত্তোলন করে শহরের আব্দুল হামিদ রোডের শহীদ চত্বর সংলগ্ন ট্রাফিক মোড়ের পাশে লতিফ টাওয়ারের নিচে যান। সেখান ৮-১০ জনের ছিনতাইকারী জটলা পাকিয়ে তার ব্যাগ কেটে টাকাগুলো বের করে নিয়ে সটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে তিনি দেখতে পান ব্যাগ কাটা ও ভিতরে টাকা নেই। ত্রাণ অধিদপ্তরের টেন্ডারের বিডি জমা করতে লতিফ টাওয়ারের স্ট্যান্ডার্ড ব্যাংকে যাচ্ছিলেন তিনি।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের সনাক্তে পুলিশ কাজ করছে।
অপরাধীরা দ্রুত আইনের আওতায় আসবে বলে জানান তিনি।
ঢাকা/শাহীন/বকুল