ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত কলেজ শিক্ষার্থী রাজিন
বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে ইটবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাজিন (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের পেছনে থাকা মাহিম নামে অপর শিক্ষার্থী।
বরিবার (৫ জানুয়ারি) সকাল বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রাজিন ঝালকাঠির বিকনা গাজীবাড়ী এলাকার শাহ আলম খলিফার ছেলে। তিনি ঝালকাঠি সরকারি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
ঝালকাঠি সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “আজ সকাল ৯টার দিকে বাসা থেকে বের হয়ে পরীক্ষা দিতে কলেজে যান রাজিন। কলেজের পরিচয়পত্র ফেলে আসায় বাড়িতে ফিরে আসেন তিনি। পরিচয়পত্র নিয়ে পুনরায় কলেজের দিকে রওনা হন তিনি। সকাল ১০টার কিছু আগে ঝালকাঠি সমাজসেবা কার্যালয়ের সামনে পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রলি রাজিনের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় দেয়।”
নিহতের বাবা শাহআলম খলিফা বলেন, “দুর্ঘটনার পর ছেলেকে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতাল ও পরে বরিশাল শের-ই বাংলা ম্যাডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। দুপুরে ওর অবস্থার অবনতি হয়। চিকিৎসকের পরামর্শে আমরা রাজিনকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে ঢাকার দিকে রওনা হই। গাড়ি ছাড়ার ৫ মিনিট পর বিকেল সাড়ে ৩টার দিকে রাজিন মারা যায়।”
নিহতের সহপাঠি শাহরিয়ার সিমান্ত বলেন, “কলেজে যাওয়ার সময় ব্রাকমোড় থেকে মাহিম মাদরাসা শিক্ষার্থী এক বন্ধুকে মোটরসাইকেলে নিয়ে কলেজের আসছিল রাজিন। দুর্ঘটনায় মাহিম ডান পায়ে আঘাত পেয়েছে। সে বরিশাল রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন।”
ঢাকা/অলোক/মাসুদ