ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের সময় হাতির মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:৪২, ৫ জানুয়ারি ২০২৫
টেকনাফ পাহাড়ে বাচ্চা প্রসবের সময় হাতির মৃত্যু

শাবকটি জন্ম দিতে গিয়ে মা হাতিটি মারা যায়

কক্সবাজারের টেকনাফ উপজেলার পাহাড়ে বাচ্চা প্রসবের সময় একটি বন্য হাতি মারা গেছে। পরে হাতির নবজাতক শাবকটি উদ্ধার করেছে বন বিভাগ। 

রবিবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার হোয়াইক্যং রেঞ্জের হরিখোলার গহীন পাহাড় থেকে শাবকটি উদ্ধার করা হয়।

হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা মো. মিনার চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, হরিখোলার পাহাড়ে একটি বন্য হাতি বাচ্চা প্রসবের সময় মারা গেছে। বিকেলে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হাতির শাবকটি উদ্ধার করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসে।

আরো পড়ুন:

মৃত হাতিটিকে যথাযথ প্রক্রিয়ায় মাটিচাপা দেওয়া হবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।
 

ঢাকা/তারেকুর/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়