রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক মেলা শুরু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফিতা কেটে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ
রাজশাহীতে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। রাজশাহী কলেজ মাঠে এ মেলার আয়োজন করেছে বিসিকের জেলা কার্যালয়। রবিবার (৫ জানুয়ারি) বিকেলে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।
এ সময় বিভাগীয় কমিশনার বলেন, ‘‘ঘরে বসে আমরা যে ছোট শিল্পগুলো গড়ে তুলেছি, সেই শিল্পগুলো যাতে লাভজনক অবস্থায় আসে এবং নতুন উদ্যোক্তা তৈরি হয়, সেজন্য আমরা এ মেলার আয়োজন করেছি।’’
বিভাগীয় কমিশনার বলেন, ‘‘এখানে রাজশাহী অঞ্চলের উৎপাদিত সকল ধরনের পণ্যের সম্ভার রয়েছে। পণ্যের গুণগতমান আপনারা দেখবেন যা আপনাদের আকর্ষণ করবে, এটাই মেলার সাথর্কতা।’’
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক মহিনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলার পুলিশ সুপার ফারজানা ইসলাম, রাজশাহী কলেজের অধ্যক্ষ মু. যহুর আলী, বিসিকের আঞ্চলিক পরিচালক জাফর বায়েজীদ এবং বিসিক জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম।
মেলায় ৯০টি স্টল রয়েছে। স্টলগুলোতে স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
ঢাকা/কেয়া/বকুল