ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে কুমারখালীতে তুলকালাম

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৩, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৪৩, ৫ জানুয়ারি ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে কুমারখালীতে তুলকালাম

যদুবয়রা ইউনিয়ন পরিষদ। ফাইল ফটো

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতের তুলকালাম লেগে গেছে। 

ঘটনার সূত্রপাত উপজেলার যদুবয়রা ইউনিয়ন পরিষদ ঘিরে। যার জেরে রবিবার (৫ জানুয়ারি) দুপুরের দিকে ইউপি কার্যালয়ের প্রধান ফটক ও চেয়ারম্যান কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
সেইসঙ্গে তারা যদুবয়রা সাপ্তাহিক পশুহাটের ইজারা আদায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শনিবার রাতে পরিষদ এলাকায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এই অপরাধের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। 

তালা লাগানো ও হাটের ইজারা আদায় বন্ধের বিষয়ে যদুবয়রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম আসাদ বলেন, “আওয়ামী লীগের দোসর ও দেশদ্রোহীদের বিচার না হওয়া পর্যন্ত পরিষদের তালা খোলা হবে না। হাটে কেউ ইজারা আদায় করতে পারবে না। এতে কিছুদিন জনগণের হয়রানি হবে। তবুও দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া হবে না।”

আসাদ যখন কথা বলছিলেন তখন সেখানে অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, যদুবয়রা ইউনিয়ন পরিষদের মেম্বর আনিছুর রহমান, সাবেক মেম্বর আব্দুল মালেক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রান্ত ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যদুবয়রা ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বহলবাড়িয়া গ্রামের গৃহিণী রেখা খাতুন বলেন, “মেয়েকে স্কুলে ভর্তি করাব। সে জন্য জন্মনিবন্ধন করতে এসেছি। পরিষদে তালা ঝুলছে, কেউ নেই। সে জন্য ফিরে যাচ্ছি।”  

নাম প্রকাশে অনিচ্ছুক যদুবয়রা পশুহাট পরিচালনা কমিটির একজন সদস্য বলেন, “প্রায় ৭৩ লাখ টাকায় এক বছরের জন্য হাট ইজারা নেওয়া। আগামী এপ্রিল পর্যন্ত মেয়াদ আছে। বিএনপির নেতাকর্মীরা বৈধ হাটটি দখল করে নিয়েছে। বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।”

যদুবয়রা ইউনিয়ন পরিষদের সচিব রেজাউল ইসলাম বলেন, “ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে আজ (৫ জানুয়ারি) দুপুরে শতাধিক লোকজন এসে পরিষদে তালা লাগিয়েছেন। এতে মানুষের ভোগান্তি হচ্ছে। বিষয়টি ইউএনওকে জানিয়েছি।” 

যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক ও যদুবয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “শনিবার ছুটির দিন হওয়ায় পরিষদ বন্ধ ছিল। যাওয়া হয়নি। কে বা কারা কেক কেটেছে, কিছু জানি না। সে জন্য পরিষদে তালা লাগানোটা অন্যায় ও বেআইনি।”

কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, “রাতে ছাত্রলীগের কেক কাটাকে কেন্দ্র করে রবিবার দুপুরে পরিষদ ভবনে তালা লাগানো ও পশুহাটের ইজারা ফ্রি ঘোষণা করেছেন বিক্ষুব্ধ জনতা। পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে কাজ করছে।”

শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে যদুবয়রা ইউনিয়ন পরিষদ চত্বরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কেটা হয়। এসময় সংগঠনটির নেতারা বিভিন্ন স্লোগান দেন। এতে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি সোহেল রানা। কেক কাটার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় রবিবার দুপুরে যদুবয়রা জয় বাংলা বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে যদুবয়রা পশুহাটের ইজারা আদায়ের ঘর ভাঙচুর করা হয়। পরে মিছিলকারীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। সেখানে গিয়ে তারা সচিব, গ্রাম পুলিশ ও সেবা প্রত্যাশীদের বের করে দিয়ে ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে তালা লাগিয়ে দেন।

কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, “ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত পরিষদ চালুর ব্যবস্থা করা হবে।”

ঢাকা/কাঞ্চন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়